জার্মানির রাজধানী বার্লিনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন। ১৮ জুলাই বিকেল চারটার দিকে পূর্বঘোষিত কর্মসূচি মোতাবেক বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে গণজমায়েত শুরু হয়। বার্লিন শহরে বসবাসরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা।
দলে দলে শিক্ষার্থীদের জমায়েতের পরে সবার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি পাঠ করে শোনান শিক্ষার্থী খালেদ বিন রশিদ। পরে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয়।
স্লোগানে স্লোগানে মুখর এই প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা দেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
*লেখক: সুমন আকরাম, মাস্টার্স শিক্ষার্থী, বার্লিন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, বার্লিন, জার্মানি